শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

আরিফুল ইসলাম শ্যামল
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১১ PM, ০৩ অক্টোবর ২০২১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় মো. ইসমাঈল (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ সময় মো. ইব্রাহীম হোসেন (২৪) নামে অপর আরোহী আহত হয়। শনিবার রাত সোয় ৭টার দিকে মহাসড়কের ষোলঘর এলাকার উমপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত মো. ইসমাঈল চাঁদপুরের দুর্গাদী এলাকার মো. সোহেলের পুত্র।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো ল- ৪১ ০২৭৬) মাওয়ার দিকে যাচ্ছিল। এক্সপ্রেসওয়ের উমপাড়া এলাকার মামুনের মেইলের সামনে আসলে একটি দ্রæতগতির অজ্ঞাত যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে বাইক আরোহীরা ছিটকে সড়কে পড়ে। এ সময় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। আহত আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার ডিউটি অফিসার এসআই মো. হানিফ জানান, ময়না তদন্তের জন্য লাশ প্রেরনের প্রস্তুতি চলছে। আহত আরোহীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :