শ্রীনগরে স্যার জেসি বোস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গণস্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:২৬ PM, ০২ জানুয়ারী ২০২২

শ্রীনগরে জগৎখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে উন্মুক্ত ক্যানভাসে ২ দিন ব্যাপী গণস্বাক্ষর কার্যক্রম রবিবার বিকাল ৪টায় শেষ হয়েছে। এর আগে গত শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার রাঢ়িখালে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ গেইট সংলগ্ন শ্রীনগর-দোহার আন্ত:সড়কের পাশে ২ দিনব্যাপী এই গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়। প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্ট’স ফোরাম নামে একটি ছাত্র সংগঠন এই গণস্বাক্ষরের আয়োজন করে।

স্যার জগদীশচন্দ্র বসুর পৈত্রিক বসত ভিটায় জগৎখ্যাত এই বিজ্ঞানীর নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য দীর্ঘদিন যাবত এই অঞ্চলের মানুষ দাবি জানিয়ে আসছেন। গণস্বাক্ষর কার্যক্রমে যোগ দিতে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহন করেন।

প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্ট’স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত হোসেন আকাশ বলেন, শনিবার ও রোববার ২দিনে উন্মুক্ত ক্যানভাসে প্রায় আড়াই হাজার মানুষ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গণস্বাক্ষর করেছেন। প্রাণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তিনি।

আপনার মতামত লিখুন :