শ্রীনগরে সুখেন ফাউন্ডেশন এর পক্ষ থেকে সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২২ PM, ২২ মার্চ ২০২২

মুজিব বর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে সুখেন ফাউন্ডেশন এর পক্ষ থেকে দরিদ্, প্রান্তিক, ক্ষুদ্র ও বর্গা চাষীদের মাঝে সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সুখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন কুমার মোদকের উদ্যোগে মানবিক সহায়তার অংশ হিসাবে উপজেলার আড়িয়াল বিল সংলগ্ন পাঁচটি ইউনিয়নের ৭ শত কৃষকের মাঝে পর্যাক্রমে এ সার বিতরণ করা হবে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার বাড়ৈখালি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে কৃষকের মাঝে সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য ও বাড়ৈখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, শ্রীনগর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধী দত্ত, সহ-সভাপতি কাজল দাস সাংগঠনিক সম্পাদক সঞ্জয় বালা, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোহাম্মদ মিলন প্রমুখ।

আপনার মতামত লিখুন :