শ্রীনগরে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি

আরিফুল ইসলাম শ্যামল
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৫৩ PM, ১৫ জুলাই ২০২১

শ্রীনগরে চলমান করোনা পরিস্থিতিতে সাশ্রয়ী মূল্যে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের মাধ্যমে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকালে শ্রীনগর-দোহার সড়কের কলেজ গেইটের সামনে টিসিবি’র প্রতি কেজি চিনি ও মশুরের ডাল বিক্রি করা হয় ৫৫ টাকায়।

এছাড়াও প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি করা ১০০ টাকায়। একজন ক্রেতা সর্বোচ্চ ৬২০ টাকার মধ্যে এসব পণ্য সংগ্রহ করতে পারছেন। দেখা গেছে, সাশ্রয়ী মূল্যে টিসিবি’র এসব পণ্য ক্রয় করতে পেরে ক্রেতাদের মধ্যে আনন্দ বিরাজ করতে।

ভ্রাম্যমাণ ট্রাকসেল বিক্রয় কেন্দ্রটি পরিদর্শন করেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু। পণ্যের পরিমাপ ও গুনগত মান যাচাই করেন। করোনা রোধে সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানার আহবান করেন তিনি। এ সময় টিসিবি’র ডিলার মো. লিয়াকত উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :