শ্রীনগরে সাপের কামড়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫০ PM, ২১ সেপ্টেম্বর ২০২০

শ্রীনগরে বিষাক্ত সাপের কামড়ে শ্রী শুকোমল চন্দ্র মন্ডল নামের একজনের মৃত্যু হয়েছে।সোমবার রাত পৌণে ৩টায় তিনি মারা যান।নিহত শুকোমল উপজেলার হাঁসাড়া ইউনিয়নের জয়নগর পাড়া এলাকার শ্রী নারায়ণ চন্দ্র মন্ডলের ছেলে।শুকোমল চন্দ্র মন্ডল পেশায় একজন কাঠ মিস্ত্রি ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে জয়নগর পাড়া এলাকার নিজ বসতঘরে লুকিয়ে থাকা বিষধর সাপ শুকোমল চন্দ্র মন্ডলকে কামড় দিলে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার একটি হাসপাতালে নেয়া হয়।সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন :