শ্রীনগরে সাজেদা ফাউন্ডেশনের বন্যা পরবর্তীত্রান ও পূনর্বাসন কার্যক্রমের উদ্বোধন

শ্রীনগরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০টি পরিবারের মাঝে ঘড়, টয়লেট ও নলকুপ মেরামত বাবদ নগদ ৩হাজার টাকা করে প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে নারায়নগঞ্জ অঞ্চলের শ্রীনগর শাখায় এই কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মত রহিমা আক্তার।বন্যা পরবর্তীত্রান ও পূনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে সাজেদা ফাউন্ডেশন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়েতুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আশিকুর রহমান, দৈনিক যুগান্তরের সাংবাদি মোঃ আওলাদ হোসেন, সাজেদা ফাউন্ডেশনের সিনিয়র জেনারেল ম্যানেজার দিলিপ মজুমদার, রিজিনাল ম্যানেজার মোঃ আক্তারুজ্জামান, নারায়নগঞ্জ এরিয়া ম্যানেজার সৈয়দ বদরুল হাসান, এলাকা ব্যবস্থাপক নাজমুল কবির, আব্দুল সালাম, শাখা ব্যবস্থাপক শেখ আঃ রশিদ, মোঃ মোখলেছুর রহমান প্রমুখ।