শ্রীনগরে সাংস্কৃতিক ও খেলার উপকরণ পেল ১৪টি কিশোর-কিশোরী ক্লাব

শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে স্থাপিত কিশোর-কিশোরী ক্লাবকে সাংস্কৃতিক ও খেলার উপকরণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ ক্লাবের প্রতিনিধিদের হাতে এসব উপকরণ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌস, বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম,বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিম খাঁন প্রমুখ।
শ্রীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌস বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় সাংস্কৃতিক উপকরণ বিতরণ করা হয়। প্রতিটি ক্লাবের জন্য ১টি হারমোনিয়াম, ২টি তবলা, ১টি ক্যারম সেট, ২টি দাবা ও ২টি করে লুডু প্রদান করা হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ বলেন, সুস্থ্য জীবনের বিকাশে সাংস্কৃতিক চর্চা ও খেলা ধুলা খুবই গুরত্বপূর্ণ। কিশোর-কিশোরী ক্লাব এসব উপকরণ কাজে লাগিয়ে তাদের কার্যক্রম এগিয়ে নিতে পারবে।