শ্রীনগরে সমাজ সেবক মিয়া হোসেন শেখ আর নেই

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:০১ PM, ২৯ জানুয়ারী ২০২২

শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী-বাগবাড়ি গ্রামে বিশিষ্ট সমাজ সেবক মো. মিয়া হোসেন শেখ (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। শুক্রবার বিকালে বিবন্দী গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। মিয়া হোসেন শেখ ওই এলাকার মৃত তইজউদ্দিন শেখের পুত্র ও কুকুটিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মোকশেদুর রহমানের বড় ভাই। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৯ জানুয়ারি) পার্শ্ববর্তী তন্তর কবরস্থানে মরহুমের লাশ দাফনের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :