শ্রীনগরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

শ্রীনগর উপজেলা আইন শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১২টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ রহিমা আক্তারের সভাপতিত্বে আইন- শৃঙ্খলা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন,শ্রীনগর থানার ওসি (অপারেশন) মোঃ সফর আলী,বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন খান, শ্রীনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আরিফ হোসেন টিপুসহ উপজেলার প্রতিটি ইউ পি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলায় আইন-শৃংখলা,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ,গুরুত্বপূর্ণ রাস্তায় চুরি-ডাকাতি ও ছিনতাই রোধকল্পে পুলিশ টহল জোরদার,সকল ইউনিয়নকে মাদকমুক্ত, বাল্যবিবাহ বন্ধসহ যত্রতত্র কৃষি জমি কাটা/ভরাট/নষ্ট/ এবং ধ্বংস রোধে সকল বিষয়ে সভার সর্বসম্মতভাবে পদক্ষেপ নেওয়ার জন্য আলোচনায় করা হয়।