শ্রীনগরে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ীসহ ২ জন আহত

শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়নের বালাসুর নতুন বাজার এলাকায় সন্ত্রাসী হামলায় গার্মেন্টস ব্যবসায়ীসহ ২ জন গুরুতর আহত হয়েছে। ওই এলাকার শেখ আব্দুর রবের পুত্র আহত শেখ হাবিব (৪৫) ও তার ভাই সিরাজুল ইসলামকে (৩৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকালে নতুন বাজারে প্রতিপক্ষ শফি চোকদারের পুত্র খোকন চোকদার ও ইদ্রিস চোকদারের নের্তৃত্বে ৯/১০ জনের একটি দল এই সন্ত্রাসী হামলা করে।
স্থানীয়রা জানায়, ঢাকার কেরানীগঞ্জ পাঞ্জাবী মালিক সমিতির প্রচার সম্পাদক ও তানিয়া গার্মেন্টস ও হাবিব পাঞ্জাবীর কর্ণধার শেখ হাবিবদের বাড়ির সীমানা নিয়ে দ্ব›েদ্ব জড়ায় প্রতিবেশী খোকন চোকদার ও তার ভাই ইদ্রীস চোকদার। এসময় খোকন চোকদাররা বহিরাগত সন্ত্রাসী এনে তাদের ওপর হামলা চালায়।
শেখ হাবিব বলেন, সীমানাকে কেন্দ্র করে তারা আমাদের ওপর হামলা চালায়। তাদের ৯/১০ জনের একটি দল আমাদের বাড়িতে এসে হামলা করে ও আমিসহ আমার ভাইকে বেদম মারপিট করে এ সময় এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এঘটনায় থানা অভিযোগ দায়ের করি।
এবিষয়ে জানতে খোকন চোকদারের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
এব্যাপরে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।