শ্রীনগরে ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

শ্রীনগর উপজেলার ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে বিদ্যালয়ে ভোট গ্রহন শুরু হয়।৪টি অভিভাবক প্রতিনিধি পদের জন্য মোট ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
৬১৪ ভোট পেয়ে প্রথম হয়েছেন মবিনউদ্দিন আহমেদ ঝিমু (ব্যালট নং-২), ৫৫৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন হুমায়ুন কবির (ব্যালট নং-৬), ৪৬৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন সামাদ দেওয়ান (ব্যালট নং-৪) ও ৪৬৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মহিউদ্দিন তালুকদার (ব্যালট নং-৩)। এছাড়া সংরক্ষিত নারী প্রতিনিধি পদে আরিফা আক্তার সোনিয়া বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন।
ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার ১৩০৬ জন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ সুরাইয়া আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন ষোলঘর ইউপি চেয়ারম্যান আলহাজ মো. আজিজুল ইসলাম, শ্রীনগর সদর ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের অভিভাবক ভোটার মো. তাজুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আকুলউদ্দিন, প্রধান শিক্ষক এসএম তৌহিদুর রহমান প্রমুখ।