শ্রীনগরে শোক দিবস ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও গনভোজ

শ্রীনগরে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট ভয়াল গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ১টায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের চারিপারায় ৯নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।৯নং ওয়ার্ড যুবলীগ আয়োজিত দোয়া মাহফিল ও গনভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য এবং ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র চেয়ারম্যান মাকসুদ আলম ডাবলু।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত, ২১শে আগস্ট ভয়াল গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
এতে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র দাতা সদস্য মামুন কবির,ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র অভিভাবক সদস্য এটিএম মাসুদ,অভিভাবক সদস্য মিজান পাঠান,বিদ্যোৎসাহী সদস্য জানে আলম,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আমিনুল ইসলাম শেখ ড্যানিশ,যুবলীগ নেতা জিএম খালিদ,ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম লাভলু,যুবলীগ নেতা সাইদুল ইসলাম বাবু,৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বারেক খান,সাধারণ সম্পাদক জাকির হোসেন,ছাত্রলীগ নেতা শাওন খান প্রমুখ।
অনুষ্ঠানে আগত নেতাকর্মীরা ১৫ আগস্ট ও ২১ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে এক সাথে কাজ করার আহ্বান জানান।গনভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।