শ্রীনগরে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নে বাড়ৈগাঁও ইসলামীয়া স্কুল এন্ড কলেজে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ হয়েছে। ১২ সেপ্টম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ডেঙ্গু ও করোনা মুক্ত রাখতে শুক্রবার দুপুরে সার্জিকাল মাস্ক, হেন্ড স্যানিটাইজার, তাপমাত্রা মাপার যন্ত্রসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীর। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী রুহুল আমিন ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিকালের দিকে উপজেলার তন্তর ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় মাস্টার বাড়ি থেকে নুরুল্লাপুর দরবার শরীফ নয়াবাড়ির রাস্তা নির্মাণের প্রতিশ্রæতির অংশ হিসেবে রাস্তাটি পরির্দশন করেন ও রাস্তার কাজের অগ্রগতি সমন্ধে খোঁজ খবর নেন গোলাম সারোয়ার কবীর। এসময় উপস্থিত ছিলেন তন্তর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক দুলাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লন্ঠু, কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টু, স্থানীয় মহিলা ইউপি সদস্য পারভীন সুলতানা, আওয়ামী লীন নেতা মো. শহিদুল, ছাত্রলীগ নেতা মো. রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে সকালে উপজেলার পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে এলাবাসীর উদ্যোগে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন করেন গোলাম সারোয়ার কবীর।