শ্রীনগরে শিকারিদের ধরা সহস্রাধিক পাখি মুক্ত করলেন যুবলীগ নেতা

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১০ PM, ২৬ মে ২০২১

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের পদ্মার চর থেকে শিকারিদের ধরা মুনিয়াসহ বিভিন্ন প্রজাতির সহস্রাধিক পাখি মুক্ত করলেন রাঢ়ীখাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈকত খান। গত সোমবার তিনি তার বন্ধুদের নিয়ে পাখিগুলো মুক্ত করেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও সৈকত খান তার নিজের ফেসবুক আইডিতে শেয়ার করলে বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে সৈকত খান জানান, গত সোমবার দুপুরে তিনি তার বন্ধুদের নিয়ে পদ্মার চরে ঘুরতে যান। সেখানে স্থানীয় লোকজনের কাছে জানতে পারেন ফাঁদ ব্যবহার করে শিকারিরা সহস্রাধিক পাখি ধরে একটি তাবুর মধ্যে আটকে রেখেছেন। পরে বন্ধুদের নিয়ে তাবুটি তিনি খুঁজে বের করেন।

এ সময় তাবুর কাছে থাকা তিন জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে পলিথিন, খড় ও গাছের ডাল দিয়ে তৈরি করা তাবুর ভেতর মশারি দিয়ে আটকানো বিভিন্ন প্রজাতির পাখি পেয়ে তা মুক্ত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাখিগুলো ছেড়ে দেয়ার পর এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। পদ্মার চরের আকাশ পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠে।

উল্লেখ্য, দেশের বন্য পশুপাখি সংরক্ষণ আইন অনুযায়ী বন্য পশুপাখি শিকার দন্ডনীয় অপরাধ। এর শাস্তি ৫০হাজার টাকা জরিমানা অথবা ছয় মাস/এক বছরের জেল।

আপনার মতামত লিখুন :