শ্রীনগরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শ্রীনগরে প্রস্তুতিমূলক সভা হয়েছে। ১৪ অক্টোবর বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক হারুন উর রশিদ, বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন মোদক, সাধারণ সম্পাদক অধীর দত্ত, মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বলরাম বাহাদুর, শ্রীনগর উপজেলা সভাপতি স্বপন রায়, সাধারণ সম্পাদক তাপস দাস, উপজেলা বিকল্পধারার আহবায়ক ডাঃ আব্দুল হাকিম, সদস্য সচিব গাজী শহিদুল্লাহ কামাল ঝিলুসহ উপজেলার ৭২টি পূজা মন্ডপের আয়োজক বৃন্দ।