শ্রীনগরে শহীদ শাহ্জাহান বাচ্চু’র ৬৩তম জন্মবার্ষিকী উদযাপন

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৪ PM, ৩০ অগাস্ট ২০২১

মুন্সীগঞ্জের শ্রীনগরে শহীদ শাহ্জাহান বাচ্চু’র ৬৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।সোমবার বিকালে উপজেলার ভাগ্যকুলে এম এইচ ম্যানশনে ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র এ জন্ম বার্ষিকী উদযাপন করে।এসময় পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিব রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির ডেপুটি ডিরেক্টর কবি তপন বাগচী, সিপিবি মুন্সিগঞ্জ জেলার সভাপতি শ.ম. কামাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা সিপিবির সাধারণ সম্পাদক শিবদাস চক্রবর্তী, সমাজ অনুশীলন কেন্দ্রের সমন্বয়ক রঘু অভিজিৎ রায়, বিমল কান্তি দাস, লুৎফা আক্তার কানন, নুরে আলম বিপ্লব, মাসুদ মোল্লা, সমর দত্ত, সুমন্ত রায় । এতে স্বাগত বক্তব্য রাখবেন সুদীপ্ত সাহা বাঁধন।

এসময় আরো উপস্থিত ছিলেন সান্দ্র মোহন্ত, রেজাউল এলান,মোঃ মিলন, আলমগীর হোসেন, রাশিদা বেগম, সুলতানা ইয়াসমীন ঝুমা, মশিউর রহমান, নাসির খান, শুভ্র সরকার,মোহাম্মদ আলিম, নাজমুল হক কাজল, জহিরুল ইসলাম মিশু, ছাত্রনেতা মাহমুদুল হাসান নিরব, মোঃ পলাশ প্রমুখ৷

উল্লেখ্য, শাহজাহান বাচ্চুকে ২০১৮ সালের ১১ জুন প্রতিক্রিয়াশীল উগ্র মৌলবাদীগোষ্ঠী তাঁর গ্রাম সিরাজদিখানের কাকালদিতে প্রকাশ্যে গুলি করে হত্যা করে৷ এর আগে মৌলবাদীদের হিটলিস্টের তালিকায় তিনি ছিলেন৷ পরবর্তীতে তাঁর পাঁচ খুনি পুলিশের ক্রশফায়ারে নিহত হয়৷

শাহজাহান বাচ্চু একাধারে ছিলেন প্রগতিশীল লেখক, প্রকাশক, চিন্তাবিদ, রাজনীতিবিদ ও কবি৷

আপনার মতামত লিখুন :