শ্রীনগরে লীজের শর্ত ভঙ্গ করে জলাশয় ভরাট

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়ায় লীজের শর্ত ভঙ্গ করে জলাশয় ভরাট করা হচ্ছে। ওই এলাকার লীজ গ্রহীতা প্রবাসী মোকলেছ তালুকদারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বাঘড়া মৌজায় ভিপি কেস নং-৭৪/৭২, খতিয়ান নং-১০১৬-১০১৯, ও ৪৯২৩-৪৯২২নং দাগে ছাড়াবাড়ি উল্লেখিত মোট ১৭ শতাংশ জলাশয় জমি ভরাট করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বসতবাড়ির সংলগ্ন ড্রেজার দিয়ে জলাশয়টি মাটি ভরাট করা হচ্ছে। ভরাট কাজ প্রায় শেষের দিকে। এলাকাবাসী জানায়, এটি পুকুর ছিল। এক সময়ে এই পুকুরের পানি পাড়ার লোকজন বিভিন্ন গৃহস্থালী কাজকর্মে ব্যবহার করতো।
মোখলেছ তালুকদারের স্ত্রী রানু বেগম ও তার পুত্র লিয়ন তালুকদার বলেন, আমাদের জায়গা তাই ভরাট করছি। লীজের জায়গার রকম পরিবর্তন করার অনুমোতি রয়েছে কি’না এমন প্রশ্নে জবাবে তারা দম্ভ করে বলেন, যাদের কাছ থেকে লীজ আনছি এ বিষয়ে তাদের সাথে বুঝবো। আপনাদেরকে কেন বলবো?
বাঘড়া ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. আল-আমিন বলেন, আমি জানতে পেরেছি তারা লীজের শর্ত ভঙ্গ করেছে। আমি লীজ বাতিলের জন্য ইউএনও স্যার ও এসিল্যান্ড স্যারকে লিখিত আকারে জানিয়েছি।
এ ব্যাপারে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ জানান, ভরাটকৃত বালু সরিয়ে পুকুরটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করা হলে লীজ বাতিল করা হবে।