শ্রীনগরে র‌্যাবের অভিযানে ১হাজার ৬পিস ইয়াবাসহ গ্রেফতার ২

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:১৬ PM, ০৫ জুলাই ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগরে র‌্যাব-১০ এর অভিযানে ১হাজার ৬পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।গত সোমবার রাতে উপজেলার আলমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন মোঃ রানা বেপারী (৩১) ও মোঃ মনির হোসেন (৩২)।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার আলমপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১হাজার ৬পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করে।যার আনুমানিক বাজার মূল্য ৩লক্ষ ১হাজার ৮০০ টাকা।এসময় ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি।তারা বেশ কিছুদিন যাবৎ শ্রীনগর ও এর আশপাশের এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য খুচরা মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছে।তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :