শ্রীনগরে র্যাবের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব-১০ এর অভিযানে শেখ রুবেল (৩৮) ও রাকিব মোল্লা (২২) নামের দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।গেলো ০৬ মে শনিবার দুপুরে উপজেলার বাঘড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।রুবেল উপজেলার উত্তর বাঘড়া এলাকার মুল্লুক চানের ছেলে ও রাকিব একই এলাকার আব্দুল ওয়াহাবের ছেলে।
র্যাব-১০ এর এক বার্তা থেকে জানাযায় র্যাব-১০ ভাগ্যকুল ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি সুইজ গিয়ার চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।