শ্রীনগরে রাস্তা থেকে অচেতন ব্যক্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫৭ PM, ২৩ মার্চ ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেসি রোডের তিনগাঁও রাস্তার পাশ থেকে প্রায় ৪৫ বছর বয়সী অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে তিনগাঁও রয়েল ক্লাব হাউজের সামনে থেকে অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।লোকটির পরিচয় এখনো জানা যায়নি।

এলাকাবাসী জানায়, সকালের দিকে অজ্ঞাত ওই ব্যক্তিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তারা। পরে শ্রীনগর থানার এসআই জাকির ঘটনাস্থলে এসে অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করেন।ধারনা করা হচ্ছে লোকটি দূরের কোন অটো চালক হয়ে থাকতে পারে। তাকে নেশাজাতিয় কিছু দিয়ে অজ্ঞান করে এখানে ফেলে রাখা হয়েছে।

এ ব্যাপারে শ্রীনগর থানার এসআই মো. জাকির বলেন, ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।লোকটির পরিচয় জানার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :