শ্রীনগরে রাস্তার গাছ কর্তন

শ্রীনগর উপজেলা সদর ইউনিয়নের দেউলভোগ-ধাইসার সড়কের সেতু সংলগ্ন সরকারি রাস্তার গাছ কর্তন করা হয়েছে। সড়কের পাশে থাকা ৫টি গাছ কাটার অভিযোগ উঠে ওই এলাকার মানিক মোল্লার বিরুদ্ধে। কর্তনকৃত গাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ টাকা।
সরেজমিনে দেখা যায়, সেতুর পশ্চিম দিকে ধাইসার রাস্তার পাশের গাছ কাটা হচ্ছে। একাজে নিয়োজিত শ্রমিকরা জানায় পাশের বাড়ির মালিক মানিক মোল্লা তাদেরকে গাছ কাটার ঠিকা দিয়েছে। বাড়িতে গিয়ে মানিক মোল্লার স্বাক্ষাত মেলেনি।
মুঠো ফোনে মানিক মোল্লার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো আমার মালিকানা জায়গার গাছ। তাই গাছ কেটেছি।
উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. সেলিম হোসেন জানান, ওই জায়গাটি এলজিইডি’র আন্ডারে।
এ ব্যাপারে শ্রীনগর উপজেলা (এলজিইডি) প্রকৌশলী মো. রাজিউল্লাহ্ জানান, বিষয়টি আমি অবগত নই। পারমিশন ছাড়া কোন প্রকার গাছ কাটা যাবেনা। খোঁজ নিয়ে দেখছি।