শ্রীনগরে রহস্যজনক আগুনে পুড়ে গেছে রান্না ঘর

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৪ PM, ২৩ মার্চ ২০২১

শ্রীনগরে রহস্যজনক আগুনে পুড়ে গেছে একটি রান্না ঘর। গত সোমবার গভীর রাতে উপজেলার বাঘড়া ইউনিয়নের নলটেক এলাকায় এঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে ওই এলাকার রোকন গাজীর রান্না ঘরে আগুন লাগে। এসময় তার চিৎকারে আশ পাশের লোকজন এসে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে রান্না ঘরটির অংশিক পুড়ে যায়।

অপর একটি সূত্র জানায়, রান্না ঘরের আগুন লাগাকে কেন্দ্র করে শত্রতা উদ্ধারের গুঞ্জন শুনা যাচ্ছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এঘটনায় কেউ থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

আপনার মতামত লিখুন :