শ্রীনগরে রহস্যজনক অগ্নিকান্ডে শিশু পুত্রের মৃত্যু, মাসহ কন্যা আহত

আরিফুল ইসলাম শ্যামল
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪৭ PM, ১৯ অক্টোবর ২০২১

শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পুর্ব মুন্সীয়া গ্রামে মৃধা বাড়ির একটি বিল্ডিংয়ের রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনায় একই পরিবারের মাসহ দুই শিশু সন্তান অগ্নিদগ্ধ হয়। সোমবার রাত ৯ টার দিকে ওই গ্রামের হোসেন মৃধার ছেলে বাপ্পি মৃধার বিল্ডিংয়ের তৃতীয় তলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দগ্ধ হয়ে ঘটনাস্থলেই বাপ্পি মৃধার ২ বছরের পুত্র সন্তান আয়াত মারা যায়। এছাড়া স্ত্রী খাদিজা আক্তার মিম (২২) ও কন্যা আয়সা আক্তার (৪) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা জানায়, রহস্যজনক কারণে রাতে বিল্ডিংয়ের তৃতীয় তলায় বাপ্পির থাকার ঘর থেকে ধোঁয়া আসতে দেখে প্রতিবেশীরা। পরে বিল্ডিংয়ের দরজা ভেঙ্গে মাসহ শিশু সন্তানদের বাহিরে আনা হয়। ঘটনাস্থলেই দগ্ধ হয়ে ১ শিশু মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুঁটে আসেন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। অগ্নিদগ্ধের শিকার খাদিজা আক্তার মিম কুকুটিয়া ইউনিয়নের ঝাপুটিয়া গ্রামের আব্দুল জলিল বেপারীর কন্যা।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত অফিসার মো. মাহফুজ রিবেন ও ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মোবিলাইজিং অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, এঘটনায় পুত্র শিশুটি মারা যায়। অগ্নিদগ্ধ মা ও কন্যা শিশুটিকে কর্তব্যরত চিকিৎসক বার্ন ইউনিটে রেফার্ড করেন। প্রাথমিকভাবে এখনও বিল্ডিংয়ে অগ্নিকান্ডের সূত্র জানা যায়নি। এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন :