শ্রীনগরে “রমজান ফ্রি ফুড কর্নার” সার্ভিস চালু (ভিডিও)

সামর্থ্য অনুযায়ী দিয়ে যান, প্রয়োজন অনুযায়ী নিয়ে যান স্লোগানকে সামনে রেখে শ্রীনগর উপজেলার প্রবাসী, ছাত্র ও যুব সমাজের উদ্যোগে গত এগারো রমজান থেকে শুরু হয়েছে “রমজান ফ্রি ফুড কর্নার” সার্ভিস। রমজান ফ্রি ফুড কর্নার সার্ভিস উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের বালাশুর চৌরাস্তায় প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে।তারি ধারাবাহিকতায় মঙ্গলবার চৌদ্দ রমজান ফ্রি ফুড কর্নার সার্ভিসে ইফতার হিসাবে ১৮০জনের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।এ পর্যন্ত প্রায় ৪০০জনের মাঝে রান্না করা খাবার ছাড়াও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।আয়োজকরা জানান এ কার্যক্রম এগারো রমজান থেকে শুরু হয়ে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত চলবে।
রমজান ফ্রি ফুড কর্নার সার্ভিসে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে পণ্যদ্রব্য ও খাদ্যসামগ্রী রেখে দেওয়া হয়, পাশাপাশি সহযোগিতার প্রয়োজন হয় এমন ব্যক্তিরা তাদের প্রয়োজন অনুযায়ী পণ্যদ্রব্য ও খাদ্য সামগ্রী নিয়ে যান।ভ্রাতৃত্ব ও দায়িত্ববোধ অনুশীলনের এমন ব্যতিক্রমী উদ্যোগ বিভিন্ন মহলে আলোচিত ও প্রশংসিত হচ্ছে।