শ্রীনগরে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৯ PM, ০১ এপ্রিল ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগরে সৌদি আরব প্রবাসী মো. হান্নান শাহ্’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়ায় ক্বারী মোঃ আহাম্মদউল্লাহ্ শাহ্ এর বাড়ির জামেমসজিদ প্রাঙ্গনে ৫০০টি অসহায় পরিবারের মাঝে উপহার হিসেবে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।ইফতার সামগ্রীর মধ্যে ছিলো চিনি, পেঁয়াজ, সয়াবিন তেল, বুট, ডাল, মুড়ি ও খেজুর।

আব্দুর রহিম শাহ্’র সভাপতিত্বে ও মো. মেজবা উদ্দিনের পরিচালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুস ছালাম, হাফেজ মো. মজিবুর রহমান, মো. শাহিন মোড়ল প্রমুখ।

আপনার মতামত লিখুন :