শ্রীনগরে যুবলীগ নেতা শাহীন হত্যা মামলার কারাদণ্ড প্রাপ্ত আসামী সোহেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৯ PM, ১৮ জুন ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগরে যুবলীগ নেতা শাহিন হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী সোহেল চকিদার (৩২) কে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।গত শুক্রবার রাতে সাভারের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সোহেল উপজেলার বাঘড়া এলাকার হাজী ওসমান চকিদারের ছেলে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, যুবলীগ নেতা শাহিন হত্যা মামলার পলাতক আসামী সোহেল কে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।আসামী সোহেল হত্যাকান্ডের পর পরই বিদেশ চলে যায়।সম্প্রতি সে দেশে আসার পর আত্মগোপনে ছিল পরে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, পূর্বশত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে ২০১৪ সালের ৬ই মার্চ সন্ধ্যায় বাঘড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীনের ওপর হামলা চালানো হয়।ওই দিন শাহীন ঢাকার গুলিস্তান থেকে আরাম পরিবহনের বাসে করে শ্রীনগরের বাঘড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন।পথে আলআমিন বাজারের কাছে বাসটি থামিয়ে আসামিরা পিস্তল ও রামদা নিয়ে তাকে আক্রমণ করে।পরে ১৫ই মার্চ সকালে চিকিৎসাধীন অবস্থায় শাহীন মারা যায়।এ ঘটনায় নিহত শাহীনের ফুপু কানন বেগম বাদী হয়ে ২৩জনকে আসামী করে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর গত ২০১৯ইং সালের ২৩ এপ্রিল মঙ্গলবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল ৭জনকে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।তবে এতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ জনকে খালাস প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :