শ্রীনগরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে মামুন কবিরের যোগদান

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৫৬ PM, ১১ নভেম্বর ২০২০

আজ ১১ই নভেম্বর বুধবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী।১৯৭২ সালের এই দিনে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এদেশের যুব আন্দোলনের পথিকৃৎ শহীদ শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা করেছিলেন।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীনগরে উপজেলা যুবলীগ বুধবার সকাল ১০টায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছিল।এতে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে যোগদান করেন ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মামুন কবির।এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম লাভলু,যুবলীগ নেতা জিএম খালিদ, যুবলীগ নেতা সাইদুল ইসলাম বাবু,যুবলীগ নেতা জানে আলম,যুবলীগ নেতা শরিফ সরদার,যুবলীগ নেতা লিংকু সরদার,ছাত্রলীগ নেতা আসিফসহ কয়েকশত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

আপনার মতামত লিখুন :