শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪০ PM, ১৭ ডিসেম্বর ২০২১

শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীনগর উপজেলা প্রশাসনস, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মহান বিজয় দিবস নানা অনুষ্ঠানমালার আয়োজন করেন। বৃহস্পতিবার সকালে শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮ টার দিকে শ্রীনগর স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ সালাম গ্রহন, বীর মুক্তিযোদ্ধ, পুলিশ, আনসার-বিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস, রোভার স্কাউট, গার্লস গাইট, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, সরকারি শিশু সনদসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহনে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ করা হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মাহী বি চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান ও নবনির্বাচিত চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বেলা সাড় ১১ টার দিকে শ্রীনগর উপজেলা যুবলীগের উদ্যোগে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এসে এক পথসভা করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদক হাজী নেছারউল্লাহ সুজন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ষোলঘর ইউপি চেয়ারম্যান আলহাজ আজিজুল ইসলাম প্রমুখ। অন্যদিকে উপজেলা বিএনপির উদ্যোগে সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু কালাম কাননের নেতৃত্বে ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. মমিন আলীর নেতৃত্বে আলাদা আলাদাভাবে উপজেলার দেউলভোগ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের স্মরণে পুষ্পস্তবক করা হয়। জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় সকল শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাতে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :