শ্রীনগরে মোটরসাইকেল চোর চক্রের সদস্য রাকিব গ্রেফতার

শ্রীনগরে র্যাবের অভিযানে মো. রাকিব শেখ (২৬) নামে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য গ্রেফতার হয়েছে। গত ১৭ আগস্ট মঙ্গলবার রাত পৌণে ১০ টার দিকে উপজেলার ভাগ্যকুল এলাকার বটতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাকিব শেখ ওই এলাকার মধ্য কামারগাঁও গ্রামের মো. নুরুল শেখের ছেলে।
র্যাব এক বার্তায় জানায়, র্যাব-১১, সিপিসি-১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলমের নের্তৃত্বে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বটতলা থেকে রাকিব শেখেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে চাবিসহ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। রাকিবের বিরুদ্ধে শ্রীনগর থানায় দন্ডবিধি আইনে মামলা দায়ের হয়েছে।