শ্রীনগরে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসের ধাক্কায় মো. মানিক মিয়া (৩২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় মোঃ সেন্টু (৩০) ও মামুন মিয়া (৩২) নামের আরও দুজন মোটরসাইকেল আরোহী আহত হয়।গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উপজেলার সমষপুর এলাকার কেউটচিড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহত মানিক মিয়া পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার চরবুনগুলিয়া এলাকার আমির আলীর পুত্র।
স্থানীয়রা জানায়, মাওয়াগামী বাইকটিকে অজ্ঞাত একটি বাস পিছন দিক থেকে ধাক্কা দিলে বাইকের ৩ আরোহী সড়কে ছিটকে পড়ে।এতে মানিক মিয়া নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাসপাতালে আনার আগেই মানিক মিয়ার মৃত্যু হয়। কামাল (২৮) নামে এক ব্যক্তি নিহতের ভাতিজা পরিচয়ে হাসপাতালে নিয়ে আসে।
এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল সোহাগ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে।