শ্রীনগরে মা ইলিশ ধরার দায়ে আর্থিক জরিমানা

আরিফুল ইসলাম শ্যামল
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৪ PM, ২৪ অক্টোবর ২০২১

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল এলাকায় মৎস্য অভিযানে ৬টি মামলায় ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। গত শনিবার দিবাগত গভীর রাত পর্যন্ত পদ্মা নদীর ভাগ্যকুল অংশে এই মৎস্য অভিযান চালানো হয়।

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত ৫ জেলের প্রত্যেককে ৫ হাজার ও ১ জেলেকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ। এ সময় শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল করিম ও আনাসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক জানান, আটককৃত নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

আপনার মতামত লিখুন :