শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে আর্থিক জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ও বাঘড়া এলাকায় মৎস্য অভিযানে ৪টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা, ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল ও ১০ কেজি মা ইলিশ আটক করা হয়েছে।
শুক্রবার বিকাল থেকে রাত ৮ পর্যন্ত এই মৎস্য অভিযান চালানো হয়। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ জেলের প্রত্যেককে ৫ হাজা করে জরিমানার মোট ২০ হাজার টাকা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। এ সময় শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক ও আনাসার সদস্যগণ উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক জানান, আটককৃত নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। ইলিশ মাছ এতিম খানায় বিতরণ করা হয়েছে। মৎস্য অভিযান অব্যাহত থাকবে।