শ্রীনগরে মান্দ্রা শতদল সংঘের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২১ PM, ০৮ জানুয়ারী ২০২১

শ্রীনগর উপজেলার ভাগ্যকুলে মান্দ্রা শতদল সংঘের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।শুক্রবার বিকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকায় শীতার্ত ৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।মান্দ্রা শতদল সংঘের দেশ ও প্রবাসী ভাই-বন্ধুদের আর্থিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণের এ কর্মসূচী পালন করে সংগঠনটি।

মান্দ্রা শতদল সংঘের সভাপতি লিংকু সরদার এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জমির সিকদার,সাবেক সভাপতি শরিফ সরদার,সাবেক সভাপতি জামিরুল সরদার,বর্তমান সাধারন সম্পাদক হামীম কবির মিম, যুগ্ম-সাধারন সম্পাদক এমিল সরদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ডালু,সদস্য মিনহাজুল আবেদিন শুভ, রনি খান, আরাফাত নাইম, সাব্বির রহমান, লাভলু খান, তানভীর কবির তন্ময়, টুটুল, দীপু শেখ,সজিব সিকদার,মিঠু খানসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

আপনার মতামত লিখুন :