শ্রীনগরে মাদক কারবারি শাকিল ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৩ PM, ২২ নভেম্বর ২০২০

শ্রীনগরে মো. শাকিল কাজী (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। শাকিল উপজেলার ভাগ্যকুল মান্দ্রার ফয়জুল কাজীর ছেলে। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-১১’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী জেলা পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে সঙ্গীয় র‌্যাব সদস্যসহ গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত সোয় ৮ টায় ভাগ্যকুল মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শাকিল কাজীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। মাদক কারবারি শাকিল কাজীর বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :