শ্রীনগরে মাইক্রোবাস উল্টে আহত ৯

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৫৫ PM, ১৫ জুলাই ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি মাইক্রোবাসের চাকা ফেটে উল্টে গিয়ে চালকসহ ৯ জন আহত হয়েছে।বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে মহাসড়কের শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকার আন্ডারপাসের উপরে এ ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করেন।

স্থানীয়রা জানায়, মাওয়াগামী একটি দ্রুতগতির সাদা রংয়ের নোয়াহ মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৯ ১৮১২) নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়।এ সময় মাইক্রোবাসের চালকসহ ৯ যাত্রী আহত হয়।

মাইক্রোবাসটির চালক মো. লিয়াকত হোসেন (৪০) বলেন, গাড়ির পিছনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কে উল্টে যায়।

মাইক্রোবাসটির যাত্রী ঢাকার কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা মো. শফিউল্লাহ্ তুহিন বলেন, তারা ৮ বন্ধু মিলে শরিয়তপুরে বেড়াতে যাচ্ছিলেন।হঠাৎ করে গাড়ি উল্টে গেলে বন্ধু মিঠু (৩৫), পলাশ (৩৪), জিয়া (৩৫) ও চাকলসহ আমরা আহত হই।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন সাব-অফিসার মো. শাহে আলম জানান, আহতদের মধ্যে ৫ যাত্রীকে ফাস্ট এইড টীম প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন।

হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মো. আজিজুল হক বলেন, দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি মহাসড়ক থেকে সরানো হয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন :