শ্রীনগরে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৬ই ডিসেম্বর বাংলাদেশের ৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চিকিৎসা সেবা দেয়া হয়।মুন্সীগঞ্জ জেলার মধ্যে অন্যতম চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান শ্রীনগরের ষোলঘরে অবস্থিত ইয়াসমিন দেলোয়ার ডায়াগনষ্টিক সেন্টার ও মর্ডাণ হাসপাতাল বিনামূল্যে চিকিৎসা সেবার এ আয়োজন করে।
ইয়াসমিন দেলোয়ার ডায়াগনষ্টিক সেন্টার ও মর্ডাণ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ দেলোয়র হোসেন ও পরিচালক রবিন মিয়ার সার্বিক তত্বাবধানে এতে প্রায় ৫শতাধিক নারী পুরুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।এতে বিনামূল্যে রক্তের গ্রুপ ও নির্ণয় করা হয়।এসময় হৃদরোগ, ডায়াবেটিক, মেডিসিন, গাইনি, শিশু, অর্থপেডিক রোগের ৫ জন বিষেশজ্ঞ চিকিৎসক পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন।