শ্রীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান

শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মৎস্য সংরক্ষন ও সুরক্ষা আইন ১৯৫০ এর ৪ ধারায় ২ জনকে ৬ হাজার টাকা আর্থিক জরিমানা ও ৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঘড়া ও ভাগ্যকূল ইউনিয়নের পদ্মা নদীর অংশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার। এসময় অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ২জনের কাছ থেকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয় ও ৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব সমীর কুমার বসাক, RAB-11 এর অধিনায়ক জনাব প্রনব কুমার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম প্রমুখ।