শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩১হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সর্বমোট ১৩টি মামলায় ৩১হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।গেলো মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশের বেজগাঁও ও ষোলঘর এলাকায় এ অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন পাটওয়ারী।
এসময় সড়ক ও পরিবহন আইনে লাইসেন্স বিহীন গাড়ী চালানো, মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকা,গাড়ীর অতিরিক্ত গতি ও রোড পারমিড না থাকায় সর্বমোট ১৩টি মামলায় ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এতে সার্বিক সহযোগিতায় ছিলো শ্রীনগর থানা ও হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।