শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩১হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২০ PM, ২০ জুলাই ২০২২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সর্বমোট ১৩টি মামলায় ৩১হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।গেলো মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশের বেজগাঁও ও ষোলঘর এলাকায় এ অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন পাটওয়ারী।

এসময় সড়ক ও প‌রিবহন আই‌নে লাইসে‌ন্স বিহীন গাড়ী চালা‌নো, মোটরসাইকেল আরোহীদের হেল‌মেট না থাকা,গাড়ীর অ‌তি‌রিক্ত গ‌তি ও রোড পার‌মিড না থাকায় সর্বমোট ১৩‌টি মামলায় ৩১ হাজার টাকা জ‌রিমানা আদায় করা হয়।এতে সা‌র্বিক সহ‌যো‌গিতায় ছি‌লো শ্রীনগর থানা ও হাসাড়া হাইও‌য়ে থানা পু‌লিশ।

আপনার মতামত লিখুন :