শ্রীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

শ্রীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার দেউলভোগ বাজারে অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এসময় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি ও ডাস্টবিন উন্মুক্ত ভাবে রাখার অপরাধে স্টার বেকারিকে ৫০০০টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি টিম।