শ্রীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠান কে জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠান কে আর্থিক জরিমানা করা হয়েছে।রবিবার বেলা সারে ১১টার দিকে উপজেলার সিংপাড়া বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা শাখা এ অভিযান পরিচালিত করে।
এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ দোকানে সংরক্ষণ ও প্রদর্শন করায় নাভা ফার্মেসী কে তিন হাজার টাকা ও এম আর পি বিহীন ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন করায় মা মেডিকেল হল কে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও পণ্যসামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং সরকার নির্ধারিত দাম অপেক্ষা অধিক মূল্যে চিনি বিক্রি করায় মা জেনারেল স্টোর কে এক হাজার টাকা ও মহসিন স্টোর কে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এসকল অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক আসিফ আল আজাদ।এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি টিম।