শ্রীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫১ PM, ১৭ সেপ্টেম্বর ২০২১

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠান কে আর্থিক জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার দিনব্যাপী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় দেউলভোগ এলাকার ৩টি রেস্টুরেন্ট কে খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৩হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগীতা করেছে শ্রীনগর থানা পুলিশের একটি টিম ও শ্রীনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর।

আপনার মতামত লিখুন :