শ্রীনগরে ব্যক্তি উদ্যোগে খালের ময়লা পরিষ্কার ও মাছের পোনা অবমুক্তকরন

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৫ PM, ১৬ অগাস্ট ২০২০

শ্রীনগরে খালের ময়লা আবর্জনা পরিষ্কার ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কামাড়গাও খালে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা জমে নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছিলো।নোংরা পরিবেশে অতিষ্ঠ এলাকাবাসীর পাশে দারিয়ে প্রায় দুই সপ্তাহ যাবত খালের ময়লা আবর্জনা পরিষ্কার করিয়েছেন স্থানীয় আব্দুল জব্বার মিন্টু ব্যাপারি।তিনি এলাকার বেকার যুবকদের কাজে লাগিয়ে খালের ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মাছের পোনা অবমুক্ত করনের উদ্যোগ গ্রহণ করেছেন।এরি মধ্যে তিনি কামাড়গাও খালের প্রায় ১কিলোমিটার এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করে প্রায় দশ হাজার দেশি ও বিদেশি জাতের শিং,মাগুর মাছের মোনা অবমুক্ত করেছেন।

স্থানীয়রা জানান, কামাড়গাও খালের ময়লা আবর্জনা জমে এলাকাবাসীর খুবি অসুবিধার সম্মুখীন হতে হতো।মশার উপদ্রব, ময়লা আবর্জনার দুর্গন্ধে আমাদের বাচাইদায় হয়ে দারিয়েছিলো।এলাকার হাজী বাড়ির পক্ষ থেকে আব্দুল জব্বার মিন্টু বেপারী খাল পরিষ্কার ও মাছের পোনা অবমুক্তকরনের উদ্যোগ গ্রহণ করেছেন।তিনি এরি মধ্যে ১কিলোমিটারের মত খালের ময়লা পরিষ্কার করে ফেলেছেন।যাতে আমরা খুবি খুশী।

আব্দুল জব্বার মিন্টু বেপারী জানান, দীর্ঘ দিন ধরে কামাড়গাও খালের ময়লা আবর্জনা জমে মানুষের বসবাসের অযোগ্য হয়ে পরেছিলো পুরো এলাকা।মশার কামরে ও দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসীর কথা চিন্তা করে ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করি।সরকারি ভাবে খালের ময়লা আবর্জনা পরিষ্কার করানোর চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ে এলাকার বেকার যুবকদের নিয়ে ময়লা পরিষ্কারের কাজ হাতে নিয়েছি।এরি মধ্যে প্রায় দুই লাখ টাকা ব্যায়ে খালের ময়লা পরিষ্কার ও মাছের পোনা অবমুক্ত করনের ব্যবস্থা করেছি।প্রত্যেক বাড়িতে ময়লা আবর্জনা ফালানোর জন্য ড্রাম ও গর্তের ব্যবস্থা করে দিয়েছি।এতে আমাকে সহযোগিতা করেছে নিয়াজ রহমান খান, তানভীর ইসলাম খান,হাজী শাহালম,হাজী রেজাউল করিম,হাজী আতাহার,জহিরুল, হাজী রফিক,সহিদুল ইসলাম,আজিজুল ইসলাম,আইয়ুব খানসহ আরো অনেকে।

আব্দুল জব্বার মিন্টু ব্যাপারীর এ মহতী উদ্যোগ এলাকার মানুষের প্রশংসা কুরিয়েছে।

আপনার মতামত লিখুন :