শ্রীনগরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৪ PM, ১৪ ফেব্রুয়ারী ২০২৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……..রাজিউন)। সে শ্রীনগর সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হযরত আলী বেপারীর পুত্র। গত সোমবার রাতে বার্ধক্যজনিত কারণে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বেলা ১২ টার দিকে সদর ইউনিয়নের দেউলভোগ দয়হাটা মাদ্রাসা প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আনোয়ার হোসেন খান, শ্রীনগর থানার এসআই আনোয়ার হোসেন, অন্যান্য পুলিশ সদস্য, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক জানান, বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলামের লাশ স্থানীয় দয়হাটা কবরস্থানে দাফন করার হয়েছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

আপনার মতামত লিখুন :