শ্রীনগরে বাস চাপায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:১২ PM, ১১ ফেব্রুয়ারী ২০২১

মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী একটি বাস চাপায় দোলন বেগম (৬৫) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কোলাপাড়া এলাকার দোগাছি বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। দোলনা বেগম ওই এলাকার মহিউদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দোলনা বেগম ঢাকা থেকে দোগাছি স্থানে বাস থেকে নামে। নেমে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে মাওয়া গামী বেপরোয়া গতির একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে। হাঁসাড়া হাইওয়ে থানার এস আই মো. গোলাম মোস্তফা বলেন, বাস চাপায় ঘটনা দোলন (৬৫) নামে বৃদ্ধার মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন :