শ্রীনগরে বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাল্য বিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহীঅফিসার। উপজেলা নির্বাহীঅফিসার মোসাম্মৎ রহিমা আক্তার এর নির্দেশে ভাগ্যকুল ইউনিয়নপরিষদ এর চেয়ারম্যান জনাব মনোয়ার হোসেন শাহাদাৎ এ বাল্য বিয়ে বন্ধ করেন।
রবিবার দুপুরে ৪নং ওয়ার্ড় নাগরনন্দী গ্রামের ইস্কান্দার শেখের মেয়ে সোনিয়া আক্তার (১৬বছর ৯মাস) এর সাথে একই গ্রামের হিরন হাওলাদারের ছেলে সৌদি প্রবাসী আলামিন হাওলাদার (২২) এর সাথে স্বল্প পরিসরে পারিবারিক ভাবে ভিডিও কনফারেন্সর মাধ্যমে বিয়ের আয়োজন চলছিল।গোপন সূএে খবরের ভিত্তিতে শ্রীনগর উপজেলার নিবার্হী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার এর নিদের্শে ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কনের বাবা মা ও কনে সহ ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে আসেন।মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগ পযর্ন্ত বিয়ে বন্ধ রাখতে নিদের্শ দেন এবং মেয়ের বাবা মাকে অঙ্গিকার নামায় স্বাক্ষর করান।
এ সময় উপস্থিত ছিলেন ৪নংইউপি সদস্য- মোঃ মোশারফ হোসেন বেপারী, ১নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কাসেম বাবু, ইউপি সচিব মোঃ হামিদুল হক,সাংবাদিক মোঃ তারিকুল ইসলাম,মোঃ নুরু খলিফা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।