শ্রীনগরে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৪৯ PM, ১৫ অগাস্ট ২০২০

শ্রীনগরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১২টায় ভাগ্যকুল বাজারের ইয়াং মার্কেটে ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়ার আয়োজনে ১৫ই আগষ্ট শহিদ হওয়া বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত শেষে তোবারক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন,ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য মাকসুদ আলম ডাবলু,শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস-চেয়ারম্যান রেহানা বেগম।

এতে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ,শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন,ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র দাতা সদস্য মামুন কবির,অভিভাবক সদস্য এটিএম মাসুদ,অভিভাবক সদস্য মিজানুর রহমান,বিদ্যোৎসাহী সদস্য জানে আলম,ইউপি সদস্য পারভেজ কবির,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আমিনুল ইসলাম শেখ ড্যানিশ,যুবলীগ নেতা জিএম খালিদ,যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম লাভলু,যুবলীগ নেতা সাইদুল ইসলাম বাবু,আওয়ামীলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম,ইউপি সদস্য আ: সামাদ,ছাত্রলীগ নেতা শাওন প্রমুখ।

আপনার মতামত লিখুন :