শ্রীনগরে বই উৎসব অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইংরেজি-২০২৩ নতুন বছরের প্রথমদিনে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হয়েছে।রবিবার সকাল থেকেই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিকসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একযুগে নতুন বই বিতরণ উৎসব শুরু হয়।বছরের প্রথমদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে নতুন বই পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার মোট ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৬টি কিন্ডার গার্টেন, মোট ২৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন জানান, তাদের প্রাপ্ত নতুন বইয়ের সংখ্যা ৬০ ভাগ।এর মধ্যে বিতরণ করা হয়েছে শতভাগ।
শ্রীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী জানান, প্রাপ্ত বইয়ের সংখ্যা ৯৯ ভাগ।বিতরণ করা হয়েছে শতভাগ।