শ্রীনগরে প্রমায়ণের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শ্রীনগরে প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের (PUSF) আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।শুক্রবার সকাল ১০টায় উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নে অবস্থিত জদুনাথ রায়ের বাড়ির মুক্তমঞ্চে এ সংবর্ধনার আয়োজন করা হয়।ঢাকা জেলার দোহার উপজেলা ও মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর, লৌহজং উপজেলার মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত ৪৬ শিক্ষার্থীদের মাঝে এ সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ–পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা ডা. মোজাহেরুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি লিমিটেডের পরিচালক ও ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মাকসুদ আলম ডাবলু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীট ও পতঙ্গ বিভাগের অধ্যাপক কবিরুল বাশার, ব্যারিস্টার শিমুল কিবরিয়া, নারিশা উচ্চ বালিকা বিদ্যালয়ের চেয়ারম্যান মহসিন হাওলাদার,সরকারি পদ্মা কলেজের প্রভাষক আলমগির হোসেন,বালাশুর সরকারি শিশু পরিবারের উপ-পরিচালক আনিসুর রহমান আনিস,অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের শ্রীনগর কেন্দ্রের সাধারন সম্পাদক মুজিব রহমান।
এছাড়াও এতে প্রমায়ণের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত শাহাদাত হোসেন আকাশ, সাবেক সভাপতি মাযহারুল ইসলাম, সাবেক সভাপতি আমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আরিফ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাবেক সহ-সভাপতি নুর হোসেন আকন, বর্তমান সহ-সভাপতি ইমরান খান রাজ, আলআমিন, সহ-সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাকিল খান, কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম ও বিল্লাল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মিয়াদ হোসেন সহ প্রমায়ণের সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি মনিরুল ইসলাম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর আলম আকন ও কার্যকরী সদস্য রিয়া মনি।