শ্রীনগরে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৫ PM, ০১ অক্টোবর ২০২১

শ্রীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে উপজেলা তাঁতী লীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা রোড়ের দেউলভোগ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীর।

শ্রীনগর উপজেলা তাঁতী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দিপক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চু’র সঞ্চালিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মুন্সীগঞ্জ জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো. সালাউদ্দিন লিটন, সিরাজদিখান উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. রাসেল শেখ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি খলিলুর রহমান মাস্টার, বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান হাজী সেলিম হোসেন তালুকদার, উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি মুক্তার মাঝি, সেলিম পারভেছ, গজারিয়া উপজেলা তাঁতী লীগের সভাপতি মনিরুজ্জামান তালুকদার তপন, সাধারণ সম্পাদক জুয়েল রানা, ঢাকা মতিঝিল থানা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম মৃধা প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন আজিজুল হক দুলাল, মো. কুদ্দুস মেম্বার, জাকির হোসেন খান, হাজী মানু মৃধা, জহিরুল ইসলাম লিমন, বাবুল হাজী, ফাহিম ইসলাম প্রিন্স, সজীব আহমেদ, রনি শেখ, মো. আসিফ, মো. সাজ্জাদ হোসেনসহ অনেকে। সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল, কেক কাটা ও তবারক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :