শ্রীনগরে প্রধানমন্ত্রীর করাবন্দী দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

শ্রীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলার শ্রীনগর চকবাজার শাহী জামে মসজিদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীরের আয়োজনে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের পেশ ইমাম হাফেজ মো. জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ এক দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী রমিজউদ্দিন বেপারী, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির শেখ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম জিকু, সাধারণ সম্পাদক সেলিম হোসেন খান, প্রবীন আওয়ামী লীগ নেতা মো. সোনা মিয়া, মো. ইউনুছ মৃধা, যুবলীগ নেতা শেখ মো. রনি, সালাউদ্দিন মোড়ল, তৌহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির রায়হান সৈকত, শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন, স্বেচ্ছা সেবকলীগ নেতা মোয়াজ্জেম, ওলামা লীগের সভাপতি মো. আলীনূর শেখ, ছাত্রলীগ নেতা ইভানসহ প্রমুখ।